ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইসলামিক ফাউন্ডেশন-শ্রম অধিদপ্তরে ডিজি, বিআরটিসিতে চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
ইসলামিক ফাউন্ডেশন-শ্রম অধিদপ্তরে ডিজি, বিআরটিসিতে চেয়ারম্যান

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন ও শ্রম অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মুশফিকুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক,  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামানকে শ্রম অধিপ্তরের মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলামকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান করা হয়েছে।

এনিয়ে সোমবার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আনিস মাহমুদকে (অতিরিক্ত সচিব) টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। একই আদেশে পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিনকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।