ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে আটকের ঘটনায় যুক্তরাজ্যের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
মিয়ানমারে আটকের ঘটনায় যুক্তরাজ্যের নিন্দা

ঢাকা: মিয়ানমার সেনাবাহিনী থেকে জরুরি অবস্থা আরোপ, স্টেট কাউন্সেলর অং সান সুচি এবং রাষ্ট্রপতি উইন মিন্টসহ বেসামরিক সরকার ও নাগরিক সমাজের সদস্যদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।  

সোমবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে আরো উল্লেখ করা হয়, মিয়ানমার সেনাবাহিনীকে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মান জানাতে এবং অবৈধভাবে আটকদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্য মিয়ানমারের ২০২০ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনের ফলাফল ও দেশটির জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে সে দেশের জাতীয় পরিষদ শান্তিপূর্ণভাবে পরিচালনা দেখতে চায়।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ নেতাদের আটক করে। দেশটিতে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।