ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে খুন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে খুন প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষে মারধরে বিশ্বজিৎ (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে, বিকেলে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার রিপনের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত বিশ্বজিৎ ঝালকাঠি জেলার বাসিন্দা প্রসেনজিৎ এর ছেলে। সে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পরিবার নিয়ে এক ভাড়া বাড়িতে থাকতো।

নিহত বিশ্বজিৎ এর মেয়ে দিপা বাংলানিউজকে বলেন, আমার বাবা করোনায় কোনো কাজ না থাকায় রিপনের দেকানে চা তৈরি করেছে কয়েক মাস। কিন্তু গত দুই মাস আগে সে সেখান থেকে কাজ ছেড়ে দেয়। তবে রিপনের কাছে যে কাজের টাকা পায় সেটা তাকে দেওয়া হয় নাই। তাই বিভিন্ন সময় তার কাছে বাবা টাকা চাইতে গিয়েও সে টাকা পায়নি। সোমবার টাকা চাইতে গেলে রিপন বাবাকে মেরেই ফেলে। আমি বাবাকে মেরে ফেলার বিচার চাই।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. জিয়াউল ইসলাম বাংলানিউজকে বলেন, তারা মারামারি করেছে, হাতাহাতিও করেছে। পরে বিশ্বজিৎকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। বুকে অনবরত কিল-ঘুষি দেওয়াতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।