নওগাঁ: নওগাঁয় আদালত চত্বরে মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।
গতকাল সোমবার (১ ফ্রেব্রুয়ারি) দুপুর থেকে এ কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।
গতকাল বিষয়টি সমাধানের চেষ্টা চললেও শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় দ্বিতীয় দিনের মত কর্মসূচি অব্যাহত রেখেছে জেলা বার অ্যাসোসিয়েশন।
জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান টিপু জানান, সোমবার (১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এক আইনজীবী রিকশায় করে আদালত চত্বরে ঢুকছিলেন। এ সময় তাকে রিকশা থেকে নেমে আদালত চত্বরে প্রবেশের কথা বলেন সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আদালত বর্জন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
আরএ