ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
নাটোরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে ট্রাকের চাপায় আমির হোসেন (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা।


 
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।  

পরে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তারা সড়কটি সংস্কার করে উভয়পাশে চলাচলের জন্য রাস্তা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা। আমির হোসেন সদর উপজেলার চৌরি গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে।
 
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রেজওয়ানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে আমির হোসেন মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর বাজার থেকে আহম্মদপুর বাজারে যাচ্ছিলেন। এসময় হয়বতপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
 
এতে ঘটনাস্থলেই নিহত হন আমির হোসেন। ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা হয়বতপুর বাজারের সড়ক সংস্কারের দাবিতে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা।

তিনি আরো বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।