সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় হাজারো মানুষের ঢল নামে। প্রিয় নেতাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য জেলার প্রত্যন্ত এলাকা থেকে দল, মত নির্বিশেষে নেতা-কর্মীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে হাজির হন। এ সময় প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
জানাজার আগে তার কফিন জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদন করে দেওয়া হয়।
পরে সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের তত্ত্বাবধানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।
পরে তার স্মৃতিচারণ ও গভীর শোক প্রকাশ করে মোবাইলের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ।
এছাড়া জানাজায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. রুহুল হক এমপি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরার ডিসি এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, রাজনৈতিক দলের পক্ষ থেকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশীদ, মুনসুর আহমেদের পরিবারের বড় ছেলে গাজী সালাউদ্দিন প্রমুখ।
এছাড়াও জানাজায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি এ কে ফজলুল হক, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, শেখ সায়িদ উদ্দীন, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান, ফিরোজ কামাল শুভ্র, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুলসহ জেলা আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বাসদ এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাসহ হাজারো জনতা।
এর আগে দুপুর ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদের মরদেহ সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনা হলে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের নেতারাসহ তার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পারিবারিক সূত্র জানায়, মনসুর আহমেদের ২য় জানাজা নলতা পাক রওজা শরীফে এবং ৩য় জানাজা মরহুমের পারুলিয়াস্থ বাস ভবনে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে সোমবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ।
** সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদ আর নেই
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআরএস