সাভার (ঢাকা): সাভারে নীলা রায় নামে দশম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার চার মাস পর সাকিব হোসেন (২০) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স) নির্মল কুমার দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে সাভার পৌরসভার মধ্যপাড়া এলাকা থেকে ওই আসামিকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব ওই পৌরসভার কাজী মুকমাপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুর ছেলে।
পরিদর্শক নির্মল কুমার দাস জানান, গত বছরের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা নারায়ণ রায় বাদী হয়ে মিজানুর রহমান নামে এক জনকে প্রধান করে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হয়। পরে পর্যায়ক্রমে মিজানুর, তার বাবা-মা ও সেলিম নামে এক সহযোগিকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে তদন্তে হত্যাকাণ্ডে সাকিবের সংশ্লিষ্টতা পাওয়া যায়। কিন্তু এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার পৌরসভার মধ্যপাড়া এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করা হয়। মামলায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআরএস