খুলনা: উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ কেটে পাইপ স্থাপনের মাধ্যমে নদীর নোনাপানি ঢুকিয়ে চিংড়ি চাষের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ফ্রেব্রুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে ২০ নম্বর পোল্ডার কৃষি প্রাণ ও প্রকৃতি সুরক্ষা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিত্যরঞ্জন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রায় সমির মণ্ডল, সংগঠনের নেতা আনন্দ মণ্ডল, দিপাংকর মল্লিক, অজিত মণ্ডল, ধীরেন্দ্র বিশ্বাস ও আব্দুর রব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে চিংড়ি চাষের কারণে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। নোনা পানির প্রভাবে উপকূলীয় অঞ্চলে ফলদ ও বনজ বৃক্ষ এখন আর জন্মায় না। কৃষিপ্রধান দেশ যখন কৃষকরা ফসল ফলিয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করছে তখন নিজেদের স্বার্থসিদ্ধি ও প্রয়োজন মেটানোর জন্য দখলবাজ ব্যক্তিরা নদীর নোনা পানি ঢুকিয়ে জমি ক্ষতিগ্রস্ত করছেন। নদীর নোনা পানি ঢুকিয়ে জমি চাষাবাদের অনুপোযোগী ও পরিবেশ কোন রকম ক্ষতিগ্রস্ত করা মেনে নেওয়া যাবে না।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২ , ২০২১
এমআরএম/এএটি