ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্ধারিত যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক হবে কিনা, নিশ্চিত নয় বলে জানান তিনি।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রসচিব।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্ধারিত যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক হবে কি না এখনও নিশ্চিত নয়। যেহেতু এখন সেখানে পরিবর্তিত একটি সরকার। বৈঠকের বিষয়টি আগামীকাল জানা যেতে পারে। এ বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, আমাদের মিয়ানমারের সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেখানে যারাই ক্ষমতায় থাকুক না কেন, সম্পর্ক থাকবে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। সেখানে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সেখানে চলাচলে বিধিনিষেধ আছে। টেলিফোন বা ইন্টারনেটেও বিধিনিষেধ আছে। তবে সেখান থেকে আমরা ই-মেইল পেয়েছি।
তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। তবে আমরা চাইব, রোহিঙ্গা ইস্যুও যেন সেখানে আলোচনা হয়।
গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ নেতাদের আটক করে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
টিআর/এমজেএফ