সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেনের কাছে ৩০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান অধ্যক্ষ টি এম সোহেল।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, সাবেক অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন ৩০ লাখ টাকা ঘুষ দাবি করেছি বলে উল্লেখ করে সাংবাদিকদের যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর।
অধ্যক্ষ টি এম সোহেল লিখিত বক্তব্যে বলেন, সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন অবসর নেওয়ার পর তার সময়কালীন ২০১৭-১৮ অর্থবছরের অডিট পরিচালনার জন্য স্থানীয় ও জাতীয় রাজস্ব অধিদপ্তরের একটি টিম ২০১৯ সালের ২-৬ মার্চ একটি অডিট সম্পন্ন করে। যেখানে ১৯টি বিষয়ে উত্থাপিত আপত্তিতে প্রায় পৌনে তিন কোটি টাকার গড়মিল দেখা যায়। এ অডিট আপত্তির কারণেই প্রফেসর মনোয়ার হোসেনের পেনশন ফাইল আটকে রয়েছে।
তিনি বলেন, ঘুষ দাবির মিথ্যা তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করে সিরাজগঞ্জের বাতিঘর সিরাজগঞ্জ সরকারি কলেজের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিএম আব্দুল হান্নান ও শিক্ষক পরিষদের সম্পাদক সুলতান মাহমুদসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের আগে কলেজ প্রাঙ্গণে শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ৩১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ টি এম সোহেলের বিরুদ্ধে পেনশন ফাইল অগ্রায়নের জন্য ৩০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন সাবেক অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন। দু’দিন পর পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ অস্বীকার করলেন অধ্যক্ষ টি এম সোহেল।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআই