কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে এক হাজার টাকার ৮৬টি জালনোটসহ ঝরনা আক্তার (৩৫) নামে জালনোট কারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাতে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিশাখালী মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ঝরনা আক্তার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উত্তর উলুখোলা এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিশাখালী মোড়ে অভিযান চালিয়ে ঝরনাকে আটক করা হয়। এসময় তার কাছে এক হাজার টাকার ৮৬টি জালনোট পাওয়া যায়।
অনুসন্ধানে ও আটক ঝরনাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার কারবার করে আসছিলেন।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআই