ঢাকা: বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে হাতিরঝিল এলাকায় চলমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান অব্যাহত রায়েছে।
এরই অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল ও আশেপাশের এলাকা থেকে ৫৪ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপির বিশেষ টিম।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে সর্বশেষ ৫৪ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, যাচাই-বাছাই শেষে আটকদের মধ্যে ৪৩ জনকে শর্ত সাপেক্ষে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেজে একজন নাগরিক হাতিরঝিলে বেড়াতে এসে হয়রানির শিকারের বিষয়টি অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, হাতিরঝিল এলাকায় অবসরে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন।
এরপর বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ সদর দপ্তর থেকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়।
এর পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার তাৎক্ষণিক উদ্যাগ ও তৎপরতায় ২৬ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন কিশোরকে আটক করা হয়। এরপর থেকে ধারাবাহিক অভিযানে হাতিরঝিলে বেড়াতে আসা মানুষকে হয়রানির অভিযোগে এখন পর্যন্ত মোট ১৫৬ জনকে আটক করা হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বাংলানিউজকে জানান, হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন সময় স্বস্তিদায়ক করার লক্ষ্যে ২৭ জানুয়ারি থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
পিএম/আরআইএস