বগুড়া: বগুড়ায় মেয়াদবিহীন, অনুমোদনহীন হোমিও ওষুধ রাখার দায়ে মুন ও মাহি নামে দুই হোমিও হলকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুন হোমিও হলের গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গালাপট্টি এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম পাপিয়া সুলতানা ও মো. তাসনিমুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিষাক্ত মদপানের ঘটনার পর জেলা প্রশাসন শহরের হোমিও ওষুধের দোকানগুলোয় অভিযান পরিচালনা করেছে। অভিযানে মুন হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়। এ অপরাধে মুন হোমিও হলকে ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী এক লাখ ৭০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়। এ ছাড়াও এক বস্তা হোমিও ওষুধ জব্দ করা হয়েছে।
অন্যদিকে, একই অভিযানে পাশের প্রতিষ্ঠান মাহি হোমিও হলে গেলে সেখানেও অনুমোদিত একাধিক ওষুধ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটিকে ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম। পাশাপাশি দুই কার্টনে ওষুধ জব্দ করা হয়।
জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘জব্দ করা ওষুধ পৌরসভার গ্যারেজে নির্ধারিত স্থানে ধ্বংস করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
কেইউএ/ওএইচ/