ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর জেলা পাঁচবাড়ীয়া এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদ (ড্রাইভার) (৩৬) ও একই এলাকার খয়ের উদ্দিনের ছেলে ইয়ামিন (হেলপার) (৩২)। তারা দুইজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
  
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান গাড়ি ভেড়ামারা বারোমাইল এলাকায় পৌঁছালে বিশ্রামের উদ্দেশে গাড়িটি এক সাইডে রেখে গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। অন্যদিকে, পাবনা থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাক ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের ভেতর থাকা ঘুমন্ত অবস্থায় দু’জন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।