ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুরাইনে ট্রেনের ধাক্কায় আহত ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
জুরাইনে ট্রেনের ধাক্কায় আহত ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা: রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় আহত আবুল হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ কাচপুর এলাকায় থাকতেন।

আবুল হোসেনের ভাগিনা আল-আমিন বাংলানিউজকে জানান, মামা হয়তো জুরাইন এলাকায় কোনো কাজে গিয়েছিলেন। এসময় তিনি জুরাইন এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ডিউটি অফিসার (এসআই) শাহজাহান জানান, বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এজেডএস/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।