ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কনসালটেন্ট ডা. মহিউদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
ডা. মহিউদ্দিন জানান, ইব্রাহিম খালেদের অল্প পরিমানে অক্সিজেন সার্পোট দেওয়া হচ্ছে। তার কিডনি ফাংশনের যে অবনতি হয়েছিল তার কিছুটা উন্নতি হয়েছে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন।
ইব্রাহিম খালেদের ছেলে সাঈদ আহমেদ তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে আমরা আশা করছি।
খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সোনালী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এসই/এমআরএ