সাতক্ষীরা: ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেতে সাতক্ষীরার দেবহাটায় নিজের মৎস্য ঘেরে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম কারিকর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সখিপুর কেবিএ কলেজের অদূরে বৈরীপোতা বিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরীপোতা বিলের বেশিরভাগ ঘেরে ইঁদুরের উৎপাত প্রকট আকার ধারণ করায় অধিকাংশ ঘের মালিকরাই বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করেন। বিকেলে আকরাম কারিকরও নিজের ঘেরে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করেন। পরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম কারিকরকে মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এনটি