ঢাকা: রাজধানীতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে মদ্যপান করা উত্তরার সেই ব্যাম্বু স্যুট রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মদ-বিয়ারের খালি বোতলসহ রেস্টুরেন্টের চার কর্মীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- উইলিয়াম রোজারিও (৩৮), শাওন (২৭), ইমরান (২৫) ও শমির উদ্দিন (৩০)।
বুধবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুজ্জামান সরদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উত্তরায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে বিয়ার ও বিদেশি মদসহ মোট ৮ জনকে আটক করা হয়।
আটক বাকি চারজন হলেন- কাওছার কিবরিয়া (৫১), মো. রিপন (২৮), মো. রাজন (২৮) ও সহিদুর রহমান মিজান (২৫)।
এডিসি কামরুজ্জামান বলেন, উত্তরা তিন নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারে অবস্থিত ব্যাম্বু স্যুট চাইনিজ রেস্টুরেন্ট থেকে বিয়ারের আটটি খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদের ৪টি খালি বোতল উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।
এর বাইরে ৫ নম্বর সেক্টর ১২ নম্বর রোডে অবস্থিত লিজেন্ড ক্লাব লিমিটেড বারে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫১ বোতল বিদেশি মদসহ সাহিদুর রহমান মিজানকে আটক করা হয়।
তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে অবস্থিত এয়ারোলিং আবাসিক হোটেল থেকে ৬০টি বিয়ারের খালি বোতল এবং একটি খালি বিদেশি মদের বোতলসহ কাওছার কিবরিয়া, রিপন ও রাজনকে আটক করা হয়।
তিনি বলেন, উত্তরা ৯ নম্বর সেক্টরস্থ হোটেল গ্র্যান্ড প্যালেস, হানসা হোটেল, ১১ নম্বর সেক্টরের হোটেল প্লাটিনাম, ১৪ নম্বর সেক্টরের হবনব চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।
১২ নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউ রোডে অবস্থিত লাভলীন রেস্টুরেন্টের পঞ্চম তলায় একটি সিসা বারে অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ হয়। এছাড়া, একই ভবনে অবস্থিত একটি স্পা হাউস ও সিগনেচার ক্লাবেও অভিযান পরিচালনা করা হয়।
আটকদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গত ৩১ জানুয়ারি ভোরে রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তরুণীর বাবার দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, মদ্যপান করিয়ে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, ওই শিক্ষার্থীসহ ৫ জন গত ২৮ জানুয়ারি উত্তরার ব্যাম্বু স্যুট রেস্টুরেন্টে মদ্যপান করেন।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
পিএম/আরএ