যশোর: যশোরে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ভারতে পাচারের অভিযোগে থানায় মামলা হয়েছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার সিতারামপুর গ্রামের এক পরিবহন শ্রমিক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।
আসামিরা হলেন- একই উপজেলার আবাদ কচুয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী রহিমা বেগম তার ছেলে রবি হোসেন, সিতারামপুর গ্রামের শাহ আলম ও তার স্ত্রী রুনা খাতুন।
বাদী মামলায় উল্লেখ করেছেন, দুই মাস আগে আসামি রহিমা বেগম তার স্ত্রীকে বেশি বেতনে ভারতে চাকরির প্রলোভন দেখায়। কিন্তু এতে বাদী রাজি না হওয়ায় আসামিরা গোপনে তার স্ত্রীকে ফুসলাতে থাকে। গত ২ ডিসেম্বর ভোরে বাদী কাজে চলে গেলে এই সুযোগে আসামিরা তার স্ত্রীকে ফুঁসলিয়ে ভারতে পাচার করে। বিকেলে বাড়ি ফিরে এসে দেখেন স্ত্রী বাড়িতে নেই। বিভিন্নস্থানে খোঁজখবর নিয়ে স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি। কিন্তু কয়েকদিন পরে ভারতের একটি মোবাইল নম্বর থেকে তার স্ত্রী তাকে ফোন করে বিষয়টি জানায়। একই সঙ্গে তাকে পাচার করা হয়েছে বলে ওই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাকে উদ্ধারের জন্য স্বামীর কাছে কান্নাকাটি করে। এরপর বাদী আসামি রহিমার বাড়িতে গেলে পাচারের বিষয়টি স্বীকার করে। এবং তার স্ত্রীকে ভারত থেকে ফিরিয়ে এনে দেওয়ার জন্য গত ১ জানুয়ারি সকালে তাকে বেনাপোলে নিয়ে যায়। কিন্তু তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এরপর ৮ জানুয়ারি আবার আসামিদের বাড়িতে গেলে তারা বাদীকে মারধর করার হুমকি দেয় এবং বলে যে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না। এই ঘটনায় মামলা হলেও কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
ইউজি/আরএ