ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে রেলস্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
নরসিংদীতে রেলস্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদী: নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।  

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রেলস্টেশনটির আউটার এলাকা থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সকালে আমিরগঞ্জ স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনটির নিচে কাটা পড়েন। এতে তার মাথা, শরীরের বিভিন্ন অংশ ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

দুর্ঘটনার পর ওই ব্যক্তির একটি হাত ট্রেনের চাকার সঙ্গে আটকে প্রায় সাত কিলোমিটার দূরে আরশীনগর রেলক্রসিং এলাকায় গিয়ে পড়ে। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ প্রথমে ওই কাটা হাত ও পরে ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।

আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম নবী জানায়, আমার কয়েকজন রেলকর্মী রেললাইন পর্যবেক্ষণ করার সময় ওই ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখি। পরে ঘটনাটি দ্রুত নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ আলম বলেন, নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে চাকার উপরিভাগের কোনো অংশের সঙ্গে আটকে গিয়ে হাতটি আরশীনগর এসে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।