ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবির বকুলতলায় থাকছে না বসন্তের আয়োজন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
ঢাবির বকুলতলায় থাকছে না বসন্তের আয়োজন ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা মহামারির কারণে বসন্ত উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার বকুলতলায় এবার কোনো ধরনের আয়োজন থাকছে না।  

বৃহস্পতিবার (৪ ফেব্রুরায়ি) সন্ধ্যায় অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। এ সংক্রান্ত একটি জাতীয় কমিটি রয়েছে। আমরা শুধু ভেন্যু দেই। এবারও তারা অনুমতি চেয়েছে। আমরা বলেছি করোনার কারণে বিশ্ববিদ্যালয়ে সমাবেশ নিষিদ্ধ রয়েছে। উপাচার্য যদি অনুমতি দেন তাহলে উৎসব আয়োজনের সুযোগ থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।