ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিকা নিয়ে রাজশাহীতে সভা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
টিকা নিয়ে রাজশাহীতে সভা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যরা

রাজশাহী: রাজশাহী সার্কিট হাউসে করোনা প্রতিরোধে টিকা নিয়ে মতবিনিময় সভা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসন ও স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী এ সভা করেন।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহীতে এরইমধ্যে পৌঁছানো করোনা টিকা সম্পর্কে খোঁজ-খবর নেন।

এ সময় শাহরিয়ার আলম টিকার জন্য অনলাইনে নিবন্ধনসহ প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং জেলা প্রশাসকসহ স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতি টিকা দেওয়া কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ব্যাপারেও তাগিদ দেন। কোনো রকম সমস্যার মুখোমুখি হলে তাকে অবহিত করার জন্য অনুরোধ জানান।

সভায় আরও বক্তব্য রাখেন- রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন ও রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার। এছাড়া সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।