ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা করোনা টিকা প্রয়োগ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
ঢামেকে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা করোনা টিকা প্রয়োগ 

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ কথা জানান ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী ২৮ জানুয়ারি টিকার কার্যক্রম শুরু করেছিলাম এবং সেদিন ১২০ জনকে টিকা দিয়েছি। আমাদের হাসপাতাল থেকে যারা টিকা দিয়েছিলো, তারা সবাই ভালো আছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কোনো সমস্যা হয়নি। আমাদের হাসপাতালের যেসব স্টাফ টিকা নিয়েছিলো, সবাই কাজে যোগদান করেছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি সরকারি নিয়ম অনুযায়ী জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে সরকারি নিয়ম অনুযায়ী আবারও করোনা প্রতিরোধের টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, আমাদের টিকা দেওয়ার জন্য চারটি বুথ আছে। পরিস্থিতি বুঝে সেটা বাড়ানো হবে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।