ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় পলাতক নেহা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
মোহাম্মদপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় পলাতক নেহা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘ধর্ষণ’ ও হত্যা মামলায় ভুক্তভোগী তরুণীর বান্ধবী ও এজাহারভুক্ত আসামি নেহাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে আজিমপুর এলাকার একটি বাসা থেকে নেহাকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার দিনগত রাত ১ টার দিকে মোহাম্মদপুর থানায় এক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। ব্রিফিং করবেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি নেহা ও আরাফাত  উত্তরার ব্যাস্বো শ্যুট রেস্টুরেন্টে মদের পার্টির আয়োজন করেছিলেন।  

এর আগে, গত রোববার (৩১ জানুয়ারি) ভোরে রাজধানীর আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনায় নিহত তরুণীর বাবা মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে ওই তরুণীকে মদ্যপান করিয়ে ধর্ষণ ও হত্যার কথা বলা হয়েছে। ধর্ষক হিসেবে আসামি করা হয়েছে নিহত তরুণীর সহপাঠী মর্তুজা রায়হান চৌধুরীকে। এছাড়াও এতে ধর্ষণের সহযোগী হিসেবে আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- নুহাত আলম তাফসির (২১), আরাফাত (২৮), নেহা (২৫) ও অজ্ঞাত এক যুবক।

এদিকে, মামলায় দুই আসামি মর্তুজা রায়হান চৌধুরী ও নুহাত আলম তাফসীরকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এছাড়াও অতিরিক্ত মদ্যপানের কারণে মামলার এক আসামি গত শনিবার (৩০ জানুয়ারি) আরাফাত রাজধানীর সিটি জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এসজেএ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।