বরিশাল: ‘০০৫ লালবাহিনী’এর নামে বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যবসায়ীর কাছে মোটা অংকের চাঁদা দাবির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার রাছেল হাওলাদার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে এবং মিষ্টির দোকানের দুধ সরবরাহকারী হিসেবে কাজ করেন।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ওই যুবক চাঁদা দাবির বিষয়টি থানা পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে তাকে রিমান্ডে আনার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ার গৈলা বাজারের মিষ্টি ব্যবসায়ী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ও মধ্য শিহিপাশা গ্রামের মৃত কৃষ্ণ কান্ত ঘোষের ছেলে পরিমল ঘোষের কাছে গত ২৯ জানুয়ারি একটি খামে ‘০০৫ লালবাহিনী’এর নামে একটি উড়োচিঠি আসে।
ওই উড়োচিঠিতে আসন্ন ২০২১ সালের ইউপি নির্বাচন উপলক্ষে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি থানা পুলিশ, রাজনৈতিক নেতা, আমলা কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। পাশাপাশি আগামী ১০ বছরে আর তাকে কোন টাকা দিতে হবে না জানিয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে একটি মিষ্টির প্যাকেটে তিন লক্ষ টাকা গোয়াল ঘরে রেখে দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয় ওই চিঠিতে।
এ বিষয়টি ব্যবসায়ী পরিমল ঘোষ স্থানীয়দের সহায়তায় থানা পুলিশকে অবগত করেন এবং বৃহস্পতিবার সকালে একটি মামলাও দায়ের করেন। পরে থানা পুলিশ তদন্তে নেমে পরিমল ঘোষের ব্যবসা প্রতিষ্ঠানে দুধ সরবরাহকারী রাছেল হাওলাদারকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি থানা পুলিশের কাছে স্বীকার করেন রাছেল।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে। ১৬৪ ধারায় গ্রেফতারকৃতর জবানবন্দি নেওয়ার পাশাপাশি তদন্তের স্বার্থে রিমান্ড আবেদনও করা হতে পারে।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এমএস/জেআইএম