সিলেট: সিলেটে ছুরিকাঘাতে রাজু দাস (২৫) নামে যুবক নিহতের ঘটনায় মূল আসামি সজিবকে (১৭) আটক করেছে পুলিশ।
খুনের ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে তাকে আটক করা হয়।
আটক সজিব সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের গোপি রাতের ছেলে ও নগরের জালালাবাদ রাগিব রাবেয়া স্কুলের বিপরীত পাশে দুসকী এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরের জালালাবাদ থানাধীন হালদারপাড়া বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়।
নিহত রাজু দাস হালদারপাড়া এলাকার দুলাল দাসের ছেলে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সজিব (১৭), তার মামা রুবেল দাস (২৫) বুকে, পিঠে ও পাজরের নীচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা রাজু দাসের ডান পাজরের নীচে এবং দেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এনইউ/জেআইএম