ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৃহকর্মী ২ শিশুকে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
গৃহকর্মী ২ শিশুকে নির্যাতনের অভিযোগ নির্যাতিত দুই শিশু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জের গৃহকর্মী দুই শিশুকে ঢাকায় নিয়ে গিয়ে আগুনের গরম খুন্তির ছেঁকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া অভিযোগ উঠেছে এক গৃহকর্তার বিরুদ্ধে।  

শিশু দুটি বর্তমানে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শিশু নির্যাতনের প্রতিবাদ করতে গেলে উল্টো শিশু দুটির বাবা-মাকে চুরির মামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত গৃহকর্তার নাম রিয়াজুল ইসলাম। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের। তিনি বর্তমানে ঢাকা সেগুনবাগিচা এলাকায় সস্ত্রীক বসবাস করেন। এছাড়া তিনি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী হিসাবে দায়িত্বপালন শেষে বর্তমানে অবসরপ্রাপ্ত।

নির্যাতিত শিশু দু’টির পিতা শাহাজাহান মিয়া জানান, অভাবের কারণে শিশু দু’টিকে গৃহকর্মীর কাজ করতে দিয়েছিলেন। গত ৭ দিন ধরে ছেলে-মেয়দের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে না পেরে বুধবার ঢাকায় যান তিনি। ঢাকায় গিয়ে শিশু নির্যাতনের কথা শোনে তাদের সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে আসেন। এর আগে বছর খানে আগে রিয়াজুলের কেয়ারটেকার রেজি বেগম শিশু দুটিকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে রিয়াজুলের বাসায় গৃহকর্মীর কাজ দেয়।

দুই শিশু সবকিছু খুলে বলে, এটি নিয়ে প্রতিবাদ জানাতে রিয়াজুলের কেয়ারটেকার রেজি বেগমের নিকট জানাতে চাইলে ক্ষিপ্ত হয়ে চুরির অপবাদ দিয়ে তাদের আটক রেখে ব্যাপক মারধোর করা হয়। এ সময় শিশু দুটির নানী মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে স্থানীয় শিশুসহ আহত নানীকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি নজরুল সওদাগর জানান, শিশু দু’টিকে চিকিৎসার জন্য দায়িত্ব নিয়েছে বকশীগঞ্জ মানবাধিকার কমিশন। শিশু নির্যাতনকারী রিয়াজুলের দ্রুত গ্রেফতারেরও দাবি জানান। বকশীগঞ্জ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে চিকিৎসার দায়িত্বও নেওয়া হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।