খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় জেলা গ্রন্থাগারে দিবসটি উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তৃণা দেব, জেলা গ্রন্থাগারিক ওয়েন চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, আদর্শ নাগরিক হতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত জাতি পারবে দেশকে এগিয়ে নিতে। সবাইকে বইমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এডি/কেএআর