ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
মুজিববর্ষে উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকারের অংশ হিসেবে মুজিববর্ষে শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।

 

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ।

এ সময় রামপাল পাওয়ার প্লান্টের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, চিফ প্রকিউরমেন্ট অফিসার মো. মফিজুল ইসলাম, জেনারেল ম্যানেজার দেবাশীষ নাথ, মিহির কুমার মোহন্তী, এজিএম সিদ্ধার্থ মণ্ডল, এজিএম বাপ্পাদিত্য সরকার, ম্যানেজার তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশুসহ বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।