ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে ৬৫ বছরের বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
বানিয়াচংয়ে ৬৫ বছরের বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাকিয়া বেগম (৬৫) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাতুড়ির আঘাতে ওই বৃদ্ধার পুরো মুখ ও মাথা থেতলে গেছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকিয়া বেগম ওই এলাকার মৃত হান্নান ঠাকুরের স্ত্রী। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জাকিয়া বেগমের তিন ছেলের একজন ঢাকায় ব্যাংকে কর্মরত ও আরেকজন আমেরিকায় থাকেন। ছোট ছেলে যুবায়ের ঠাকুরকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় যুবায়ের তার মাকে ঘরে একা রেখে গ্যানিংগঞ্জ বাজারে যান। রাতে এসে দেখেন ঘরের সামনের দরজা বন্ধ ও পেছনের দরজা খোলা। পরে মায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার দেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বাংলানিউজকে জানান, ওই নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারা হয়েছে। হাতুড়ির আঘাতে তার মুখ ও মাথা থেতলে গেছে। ছেলে জানিয়েছেন তিনি বিস্কুট আনতে বাজারে গিয়েছিলেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।