ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে প্রবেশের চেষ্টা, ধামইরহাট সীমান্তে আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
ভারতে প্রবেশের চেষ্টা, ধামইরহাট সীমান্তে আটক ৬

নওগাঁ: নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আটকরা হলেন-দূর্গাপুর এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে মো. সাদিকুর ইসলাম (৩২), একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), বুদাই মন্ডলের ছেলে মো. আসলামউল ইসলাম (২৭), ইবরাহিম মন্ডলের ছেলে মো. জুয়েল রানা (৩০) ও ফয়েজ উদ্দিনের ছেলে মো.জাহাঙ্গীর আলম (২৭)।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে জানানো হয়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত দূর্গাপুর এলাকার মাঠ দিয়ে কয়েকজন চোরাকারবারী ভারতে প্রবেশের চেষ্টা করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সীমান্তে ২৫৬/৩-আর এর পাঁচশত গজ অভ্যন্তরে মাঠের মধ্য থেকে ছয়জনকে আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা অবৈধ পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করেন এবং তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। আটকদের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।