ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে প্রথম টিকা নেবেন নার্স রোজিনা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
শ্রীমঙ্গলে প্রথম টিকা নেবেন নার্স রোজিনা

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথম করোনার টিকা নেবেন একজন নারী। তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ (নার্স) মোছাম্মদ রোজিনা বেগম (৩৩)।

 

শনিবার (৬ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধমূলক টিকার পাঁচ হাজার ডোজ শ্রীমঙ্গলে এসে পৌঁছেছে। যা দুই হাজার ৫০০ জন মানুষকে দেওয়া হবে। প্রতিজন পাবেন দুই ডোজ করে। আগামী রোববার (৭ ফেব্রয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনার টিকা নিতে এ পর্যন্ত এক হাজার ৫১১ জন রেজিস্ট্রেশন করেছেন। আগামী রোববার প্রথম দিন ২০০ জনের মধ্যে করোনার টিকা দেওয়া হবে।  

তিনি আরও জানান, প্রথম ধাপে আগামী ৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা দেওয়ার কার্যক্রম চলবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।