ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশজুড়ে আর্টিফিশিয়াল আই হেলথ স্ক্রিনিং কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
দেশজুড়ে আর্টিফিশিয়াল আই হেলথ স্ক্রিনিং কার্যক্রম শুরু অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: মানুষকে অন্ধত্ব থেকে রক্ষার পাশাপাশি বিভিন্ন রোগের বিষয়ে আগাম ধারণা দিতে দেশজুড়ে শুরু হয়েছে আর্টিফিশিয়াল আই হেলথ স্ক্রিনিং কার্যক্রম। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সঙ্গে এ বিষয়ে কাজ করছে আই হেলথ স্ক্রিন বাংলাদেশ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে  আই হেলথ স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ও জাদুঘর প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আই স্ক্রিন ল্যাবে এ পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়।

এদিন সন্ধ্যা ৭টায় ‘আই হেলথ স্ক্রিন বাংলাদেশ’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফুদ্দীন।  

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আই স্ক্রিনিংয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়ে বক্তব্য রাখেন আই হেলথ স্ক্রিন বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা, প্রধান বিজ্ঞানী ও সিইও ড. মো. আলাউদ্দীন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।