ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে সরকারের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে রোববার। এ দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনা টিকা নেবেন।
রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি টিকা নেবেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতনরা করোনা ভাইরাসের টিকা নেবেন।
দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছেন পুলিশ সদস্যরা। ডিএমপি কমিশনারের টিকা নেওয়ার মধ্য দিয়ে কার্যত পুলিশ বাহিনীর মধ্যে করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
পিএম/এমজেএফ