ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদ্রোহী প্রার্থী অমরকে বহিষ্কার করলো রাঙামাটি আ.লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
বিদ্রোহী প্রার্থী অমরকে বহিষ্কার করলো রাঙামাটি আ.লীগ অমর কুমার দে

রাঙামাটি: আসন্ন ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রাঙামাটি পৌর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে-কে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।  

শনিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।

তিনি বলেন, রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে অমর কুমার দে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রাঙামাটি আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি দীপংকর তালুকদারের বাসভবনে এক জরুরি সভা করে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়।

রাঙামাটি পৌরসভা নির্বাচনে আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরী। অন্যদিকে, মোবাইল প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকা অমর কুমার দে নিজেকে ‘বিদ্রোহী’ নয়, বিকল্প প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।