মৌলভীবাজার: মৌলভীবাজারে ১০ দিনব্যাপী পাট উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার ইএসডিপি উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্রের মৌলভীবাজার কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সবুজছায়া মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং নরসিংদী বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের সহযোগিতায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি চলবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দের সভাপতিত্বে ও ইএসডিপির জেলা প্রশিক্ষণ সমন্বয়ক মো. নিয়াজ মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম।
বক্তারা বলেন, সোনালী আঁশ পাট শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় আজকের এই প্রশিক্ষণ। এ শিল্পের বিকাশ ও প্রসারের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় জেলা পর্যায়ে বিনিয়োগ করেছে।
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
বিবিবি/এমআরএ