ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বাংলা ইশারা ভাষা দিবসে র‌্যালি-মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
বরিশালে বাংলা ইশারা ভাষা দিবসে র‌্যালি-মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা, দেখাবে আলোর দিশা’ এই প্রতিপাদ্যে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন উপলক্ষে বরিশাল নগরে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল মূক-বধির সংঘের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আয়োজনে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরের সদরোডে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন মূক-বধির সংঘের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, দো-ভাষি নওসাদ, প্রচার সম্পাদক রনি ও কামরুজ্জামান মুন্না।

এর আগে সকালে সদররোড থেকে একটি র‌্যালি বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি রোডস্থ সমাজ সেবা কার্যলয় হয়ে পুনরায় সদররোডে গিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।