ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিকা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
টিকা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

জামালপুর: করোনা ভাইরাসের টিকা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রোববার (০৭ জানুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউবের গুজবে কান না দিয়ে আমাদের সবাইকে কোভিড-১৯ এর টিকা নিতে হবে।

উদ্বোধনের পর প্রথম টিকা নেন মুক্তিযোদ্ধা শাহ আলম। এরপর নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএম আবু তাহের।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১৫টি কেন্দ্রে ৪৬৮৫ জনকে দেওয়া হবে। ৪৯ জনের মধ্যে টিকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।