ঢাকা: লঞ্চঘাটে ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ লঞ্চঘাট হকার্স কল্যাণ সমিতি।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পুনর্বাসনের নামে হকারদের বিভিন্ন সমিতির সদস্যদের কাছ থেকে লাখ লাখ টাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়ে থাকলেও এখন পর্যন্ত পুনর্বাসন করা হয়নি। অথচ এ পুনর্বাসনের জন্য হকাররা দফায় দফায় কর্তৃপক্ষককে টাকা দিয়ে আসছে।
তারা বলেন, ঘাটের পার্কিং ইয়ার্ডের বিভিন্ন দোকানদারসহ বিভিন্ন হকারকে পুনর্বাসনের আশা দিয়ে খুবই কম সময়ের আল্টিমেটাম দিয়ে উচ্ছেদ করা হয়। অথচ তাদের পুনর্বাসন তো দূরের কথা, কোনোপ্রকার ক্ষতিপূরণও দেওয়া হয়নি। আমাদের ভাগ্যের পরিবর্তন আটকে গেছে আমলাতান্ত্রিক জটিলতায়। ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষে নতুন অফিসার আসে, পুনর্বাসনের নামে আমাদের কাছ থেকে টাকা গ্রহণ করে, অফিসার পরিবর্তন হয়, সিদ্ধান্তও পরিবর্তন হয়। মাঝে ক্ষতিগ্রস্ত হই আমরা, পরিবর্তন হয় না আমাদের ভাগ্যের।
বক্তারা বলেন, নদী ভাঙনে আমাদের বাড়ি-ঘর সব ভেঙে গেছে, করোনার কারণে আমরা কষ্টের মধ্যে জীবন-যাপন করছি। এমন অবস্থায় গরিব হকারদের কোটি কোটি টাকা ক্ষতির দিকবিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত পুর্ণবাসনের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বাংলাদেশ লঞ্চঘাট হকার্স কল্যাণ সমিতির সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক মাছুম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এইচএমএস/ওএইচ/