ঢাকা: কিশোরগঞ্জের কটিয়াদীতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করায় নির্মাণাধীন ওই ক্লিনিক ও নিজের বাড়িঘরে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান।
এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
হামলায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠন।
শনিবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্যসচিবের গ্রামের বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তার স্ত্রীর নামে কমিউনিটি ক্লিনিক নির্মাণকাজে বাধা দেওয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমকেও ‘লাঞ্ছিত’ করা হয়েছে। এই হামলার সময় সচিব আবদুল মান্নান বাড়িতে ছিলেন। তবে তিনি শারীরিকভাবে আক্রান্ত হননি।
হামলাকারীরা কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদের অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে জানতে চাইলে রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান বলেন, করোনার কারণে আমি স্ত্রীকে হারিয়েছি আট মাস আগে। আমার তো হারানোর আর কিছুই নেই। স্মৃতি ধরে রাখতে তার নামে আমার বাড়ির মধ্যে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করছিলাম, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ চিকিৎসা পায়। কমিউনিটি ক্লিনিকের সমস্ত উদ্যোগ প্রধানমন্ত্রীর। আমি শুধু ৮ শতাংশ জায়গা দিয়েছি।
স্বাস্থ্যসচিব বলেন, গতকাল মুরাদ (চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি) নামে একটা ছেলে এসে বলেছে, এমপি সাহেব বলেছেন একটা ইটও লাগাতে পারবেন না। আমি বলেছি, এটা নির্মিত হলে তো তিনিই (এমপি) উদ্বোধন করবেন। ওনাকে দিয়েই তো আমি উদ্বোধন করাব। আগেও তো আমি একটা কাজ ওনাকে দিয়ে উদ্বোধন করিয়েছি। আমি তো আসিনি। আমি তো ওনার কাজই করে দিচ্ছি।
এরপর ওই বাচ্চা ছেলেগুলো বলে, রাখেন এসব। ওনার পারমিশন পেলে কাজ হবে। এরপর আমি বলেছি, আচ্ছা আমি ওনার সাথে কথা বলব। তারপর বলে, ওনাকে এখনই ফোন দেন, ফোন ধরলে কাজ হবে, না হলে বন্ধ। আমার বড় ছেলের চেয়েও ছোট বয়সের এই ছেলেরা এসে আমাকে এসব বলে। তারা এ কথাও বলেছে, আপনার জায়গা বলে তো আমরা এখনো টাকা নিইনি। না হলে চাঁদা নিয়ে নিতাম। ১০০ মানুষের সামনে কথাগুলো বলেছে, যোগ করেন স্বাস্থ্যসচিব।
হামলার ঘটনায় শনিবার রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে জরুরি সভা হয়।
সংগঠনটির পাঠানো বিবৃতিতে ঘটনার পরম্পরা তুলে ধরে বলা হয়েছে, কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম, যার মাধ্যমে পশ্চাৎপদ তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমআইএইচ/এমজেএফ