ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন সোমবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন সোমবার

ঢাকা: মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ চারদিনের সফরে ঢাকায় আসছেন সোমবার (৮ ফেব্রুয়ারি)।

রোববার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় থাকবেন। সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৯ ফেব্রুয়ারি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিনে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

সূত্র জানায়, বাংলাদেশ থেকে মালদ্বীপ পলিমাটি নিতে চায়। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া দু’দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ, সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। উভয়পক্ষ এ বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।