মাদারীপুর: আল জাজিরার সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপ।
তিনি বলেন, ‘আল জাজিরা যে সংবাদ করেছে, তা বিভ্রান্তিকর গল্প।
রোবরার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, তারা দেশের এবং জনগণের শত্রু। তাদের থেকে সবাই দূরে থাকবেন। ’
এ সময় তার সঙ্গে মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের র্নিবাহী প্রকৌশলী বাবুল আক্তার, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের র্নিবাহী প্রকৌশলী রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপ কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতটি পাকা রাস্তা ও দু’টি ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
এসআই