ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
টাঙ্গাইলে সাংবাদিকের ওপর হামলা এ কে বিজয়

টাঙ্গাইল: বেসরকারি একটি অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এ কে বিজয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।  

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) সংলগ্ন একটি বিবদমান জমিতে ঘর তোলা নিয়ে গ্রামের দু’পক্ষের বাদানুবাদের সময় তার ওপর এ হামলা চালানো হয়।

 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত কাউলজানি ইউপি সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি হিন্দু পরিবারের বিরোধ চলছিল। রোববার সকালে ওই জমিতে হিন্দু পরিবারটি ঘর তোলার চেষ্টা করলে স্থানীয়রা তাদের বাধা দেয়। এ সময় কাউলজানি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি সেখানে উপস্থিত থাকলেও দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। এদের মধ্যে একদল বাড়ি বানানোর পক্ষে ও অপরপক্ষ তাদের বাধা দিতে থাকে। ঘটনাস্থলে পেশাগত দায়িত্বপালনে গিয়ে ছবি তুলছিলেন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এ কে বিজয়। এ সময় হঠাৎ কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে বিজয়ের গায়ে হাত তোলেন। তারা এলোপাতাড়িভাবে বিজয়কে মারধর করে। মাথায় হেলমেট থাকায় তিনি কোনোমতে রক্ষা পান। পরে স্থানীয় চেয়ারম্যান তাকে উদ্ধার করে ইউপি কার্যালয়ের কক্ষে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কাউলজানি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি বাংলানিউজকে বলেন, সাংবাদিক বিজয় আমার পূর্ব পরিচিত। প্রিয় মানুষ। পাশাপাশি গ্রামের মানুষ। ওই পরিবারটি ইউপির জায়গার গাছ কেটে সেখানে ঘর তোলার চেষ্টা করে। এতে স্থানীয়রা তাদের বাধা দেয়। চেয়ারম্যান হিসেবে আমিও বাধা দেই। আমি এ সময় সাংবাদিক বিজয়কে ডেকে আনি। তিনি সেখানে এসে ছবি তুলছিলেন। কিন্তু, ওই সময়ে কিছু লোক তার গায়ে হাত তুলেছেন। এ জন্য আমি ভীষণ দুঃখিত।

আহত সাংবাদিক এনায়েত করিম বিজয় বাংলানিউজকে বলেন, চেয়ারম্যান খবর দেওয়ায় সেখানে যাই। সেখানে গিয়ে ঘটনার ছবি তুলছিলাম। হঠাৎ অনেক লোক জড়ো হয় সেখানে। তারা সেখানে পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। হঠাৎ স্থানীয় মুসলমানদের পক্ষ থেকে কিছু লোক এসে আমার ওপর হামলা করে আহত করে। তবে মাথায় হেলমেট থাকায় কোনোমতে প্রাণে রক্ষা পাই।  
ঘটনার সময় সেখানে কয়েকজন পুলিশ থাকলেও তারা হামলার সময় দায়িত্ব পালন করেনি বলেও অভিযোগ পাওয়া গেছে।  

চেয়ারম্যান হাবিবুর রহমান হবি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় সাংবাদিক বিজয়ের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল বাংলানিউজকে বলেন, সেখানে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। আমরা তিনজন বাইরে ছিলাম। এর মধ্যে এ ঘটনা ঘটে। পরে আমরা জনগণকে ঠেলে ভেতরে গিয়ে তাকে উদ্ধার করি। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এসিল্যান্ডসহ প্রশাসনের লোকজন আসছেন। তারা আসার পর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।