ঢাকা: দেশের সমুদ্র সম্পদ ব্যবহার করে টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন ও সুনীল অর্থনীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্রসচিব মো. খুরশিদ আলম।
গওহর রিজভী বলেন, আমাদের টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে হবে। এজন্য সমুদ্র সম্পদকে ব্যবহার করতে হবে। এছাড়াও সমুদ্রে মাছ ধরা ও খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে আমাদের টেকসই হতে হবে।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজকে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সারা দুনিয়ায় সম্মানিত বাংলাদেশের অর্থনীতি নিয়ে যখন গর্ব করা হচ্ছে, ঠিক এই সময়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ও দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র শুরু হয়েছে।
সম্প্রতি আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের কথা ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী শুধু বাংলাদেশেই নয়, সারা দুনিয়ায় শান্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই সময়ে দেখা যাচ্ছে সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে।
মূল প্রবন্ধে খুরশিদ আলম বলেন, মেরিটাইম ট্রান্সপোর্ট বাদ দিয়ে কোনো দেশ উন্নতি করতে পারেনি। তাই দেশের সমৃদ্ধির জন্য নৌপরিবহনের ওপর গুরুত্ব দিতে হবে।
জাহাজ শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিপিং ব্যবসায় সবচেয়ে শ্রমঘন শিল্প, যা বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান বাড়াবে। এতে বিনিয়োগ করতে পারলে পোশাক শিল্পের চেয়েও বেশি লাভবান হওয়া সম্ভব। আমাদের ভূভাগের ৮১ ভাগ সাগর। এই বিশাল সমুদ্র সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে হবে।
অনুষ্ঠানে ‘সুনীল স্বপ্ন’ নামে নৌপরিবহন মন্ত্রণালয় প্রকাশিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা ফেব্রুয়ারি ০৭, ২০২১
এসকেবি/এমজেএফ