ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
সুন্দরগঞ্জে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মঞ্জু মিয়া (৩৮) নামে এক ব্যক্তির কুড়ালের আঘাতে তার স্ত্রী রেশমা বেগম (৩০) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মঞ্জু মিয়াকে আটক করেছে পুলিশ।

 

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মঞ্জু মিয়াকে আটক করা হয়।  

মঞ্জু মিয়া একই গ্রামের নঈম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চা দোকানি। নিহত রেশমা বেগম সুন্দরগঞ্জ পৌর শহরের বামনজল মহল্লার ফকরুল হকের মেয়ে।  

দহবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কবির মুকুল বাংলানিউজকে জানান, মঞ্জু একজন মানসিক রোগী। তিনি মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। রোববার সকালে তুচ্ছ ঘটনায় স্ত্রী রেশমা বেগমের ওপর ক্ষিপ্ত হন মঞ্জু। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই রেশমার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মঞ্জুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত কুড়ালটি তার চায়ের দোকান থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই সুমন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।