ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় লাইন মেরামত করতে গিয়ে কর্তৃপক্ষের ভুলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান ভুট্টো (৩৬) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের অফিসার্স কোয়াটারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ভুট্টো গাইবান্ধা জেলার দামোদর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়রা জানান, অফিসার্স কোয়াটার এলাকায় বিদ্যুতের দুটি ফিডার রয়েছে। লাইন মেরামত করতে ওঠার আগে বিদ্যুৎ বন্ধ করে দিতে বললে কাটিয়া ফিডারের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। হাবিবুর রহমান ভুট্টো বিদ্যুতের পোলে ওঠার আগে স্থানীয় দোকানদারদের কাছে বিদ্যুৎ আছে কি না জানতে চাইলে তারা জানান বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ নেই নিশ্চিত হয়ে পোলে উঠে তারে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এসময় তার পোড়া মরদেহ তারেই ঝুলছিল।

স্থানীয়রা আরও জানান, কাটিয়া ফিডার বন্ধ করা হয়েছিল। একই স্থানে জেলখানা ফিডারে বিদ্যুৎ ছিল। দুটি ফিডার হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীয়াত উল্লাহ বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।