ঢাকা: যানজট নিরসনে ইউলুপ তৈরি করা হলেও সরু রাস্তার কারণে দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে অফিস সময়ে এই যানজট অনেক বেশি হচ্ছে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইউলুপের সামনে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে তেজগাঁও পলিটেকনিক কলেজের সামনের সড়কে ইউলুপের কারণে দুই প্রান্তেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দুই একটি বড় গাড়ি ইউটার্ন নিতে গেলে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে।
ইউলুপের যখন ছিল না তখন এই সড়কে তেমন কোন যানজট হতো না। এটির তৈরির কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় যানজটে আটকে থাকতে হচ্ছে বলে জানালেন বিজি প্রেসের সামনে যানজটে বসে থাকা পিকাপ চালক হেলাল মিয়া। তিনি বাংলানিউজকে বলেন, এটি একটি ভাল উদ্যোগ তবে ইউটার্ন করার আগে দুই পাশ থেকে রাস্তা আরও বাড়ানো প্রয়োজন ছিল।
আগে এই সড়কে তেমন যানজট হতো না, এটির কারণে যানজট বেড়েছে। শুধু তাই নয় রাস্তা পারাপারে সপ্তাহে দুই একটি দুর্ঘটনাও ঘটছে এখানে বলে জানালেন বিজি প্রেসের উল্টো দিকের সড়কে ভ্রাম্যমাণ চা বিক্রেতা মো. হানিফ মিয়া। তিনি বাংলানিউজকে বলেন, দীর্ঘ বছর ধরে এখানে চা বিক্রি করছি। এই সড়কে তেমন যানজট কখনোই ছিল না। ইউটার্নের কারণে নতুন করে যানজট সৃষ্টি হচ্ছে।
এদিকে ইউলুপের কারণে কিছুটা যানজট বেড়েছে বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক বিজি প্রেসের সামনে কর্মরত পুলিশের এক এএসআই। তিনি বলেন, রাস্তা সরুর কারণে কিছুটা যানজট বেড়েছে। তবে আমরা চেষ্টা করছি দ্রুত যানজট নিরসনে।
অপরদিকে গত ২০ ডিসেম্বর এই ইউলুপটির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
এসএমএকে/কেএআর