গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে মেহেরুল ইসলাম (২৪) নামে এক হোটেল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের হামিন্দপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মেহেরুল ওই গ্রামের আজল হকের ছেলে। সে স্থানীয় একটি খাবার হোটেলে কাজ করতো।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান খান বাংলানিউজকে জানান, সকালে হামিন্দপুর গ্রামে ঘাঘট নদীর বাঁধের একটি গাছে গলায় শার্ট পেঁচানো অবস্থায় মেহেরুলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে হোটেলে কাজ হয় মেহেরুল। এরপর আর বাড়ি ফেরেনি। তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি তাদের।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
কেএআর