চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাস খাদে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শাহারাস্তি মৌতাবাড়ি এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের ডা. রনজিত চন্দ্র দাসের স্ত্রী বিভা রানী দাস (৬৫) ও কুমিল্লার চান্দিনা উপজেলার নিমসার এলাকার মৃত সুবল চন্দ্র ভৌমিকের স্ত্রী গীতা রানী ভৌমিক (৬২)। তারা সম্পর্কে বেয়াইন।
পুলিশ জানায়, বোগদাদ সার্ভিসের একটি বাস সকালে কুমিল্লা থেকে চাঁদপুর যাচ্ছিল। পথে মৌতাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী গীতা ও বিভা নিহত হন। এতে আহত হন আরও ৩০ যাত্রী। খবর পেয়ে পুলিশ এবং শাহরাস্তি ও কচুয়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে কচুয়া ও শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশাপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনরা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ও পৌর মেয়র হাজী আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
এসআই