ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে অস্ত্রসহ ২ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
টেকনাফে অস্ত্রসহ ২ ডাকাত আটক টেকনাফে অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে র‍্যাব

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের কেরুনতলী সংলগ্ন সাইরংখাল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১৫।

র‌্যাবের দাবি, আটক দুই ডাকাত আলোচিত রোহিঙ্গা জকির ডাকাত দলের সক্রিয় সদস্য।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক মেইলে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক ডাকাতরা হলেন— টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার তৈয়ব আলীর ছেলে মো. আলম (৩৫) এবং মোচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. রেদোয়ানের ছেলে মো. আজিম (২০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কেরনতলী স্থল বন্দরের নিকটবর্তী সাইরংখাল ব্রীজের পশ্চিম-উত্তর পাশে টেকনাফ-কক্সবাজার পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে র‌্যাবের একটি চৌকস দল রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক দুই ডাকাত আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে টেকনাফের বিভিন্ন এলাকায় অপকর্ম সাধনসহ অবৈধ অস্ত্র কেনা-বেচা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এসবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।